29 C
Kolkata
Friday, October 4, 2024
Home কলকাতা ১ টাকায় জমি লিজ কেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

১ টাকায় জমি লিজ কেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: কারখানা তৈরির জন্য রাজ্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) জমি দেয়। সেই জমি নিয়েই মামলা এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। অভিযোগ উঠছে, সেই জমি ৯৯৯ বছরের জন্য ১ টাকায় লিজ দেওয়া হয়েছে। কেন এই জমি মাত্র ১ টাকায় দেওয়া হয়, সেই প্রশ্নকে সামনে রেখে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলা করেন শেখ মাসুদ নামের এক ব্যক্তি। শুক্রবার কলকাতা হাইকোর্টের সেই মামলার শুনানি ছিল।

- Advertisement -

এদিনের শুনানিতে রাজ্যের সিদ্ধান্তে সাময়িক হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অন্যান্য বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, এই মামলার বিচারের উপরে জমির মালিকানার ভবিষ্যৎ নির্ভর করবে। যে ৩৫০ একর জমি নিয়ে বিতর্ক, তার মধ্যে ১১.২৮ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে। রাজ্যের দায়িত্ব, ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা। এই অবস্থায় ওই জমি নিয়ে কোনওরকম ব্যবহার, বিক্রি কিছু করতে পারবে না রাজ্য।

একইসঙ্গে রাজ্যকে আদালতকে বোঝাতে হবে, জমির নিলাম হয়েছে কি না। না হলে কেন হয়নি। কেন ওই জমি নিলাম না করে, কোনও ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা হল। যদি এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করতে রাজ্য ব্যর্থ হয়, তাহলে জমি হস্তান্তরের পদ্ধতিতে আপত্তি করবে আদালত, স্পষ্ট অবস্থান কোর্টের।

- Advertisement -

ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, যদি না হয়, তাহলে সংবাদপত্রে বিজ্ঞাপনের পর নির্দিষ্ট সময় দেওয়ার দরকার। অন্য কোনও গ্রাহক আগ্রহ দেখায় কি না, যদি এমনটা না করা হয়ে থাকে তখনই মানুষের মনে প্রশ্ন আসবে। এটাও খোঁজা আমাদের দায়িত্ব রাজ্যের স্বার্থে। স্বচ্ছতার জন্য। আমাদের সন্দেহ আছে নিলাম হয়েছে কি না। আদালতের পর্যবেক্ষণ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে জমি কেনা বা বিক্রি হয়েছে। যদিও এই জমি নিয়ে রাজ্যের বক্তব্য ছিল, উচিত মূল্যে জমি কেনা হয়েছে।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রয়াগ গ্রুপকে ফিল্ম সিটি করার জন্য ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য। ২৭০০ কোটি টাকা বিনিয়োগ করে গ্রুপটি। যদিও পরে চিটফান্ড নাম মামলায় নাম জড়ায় গ্রুপের। অভিযোগ, ওঠে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। ফিল্ম সিটিতে বিনিয়োগের ২৭০০ কোটি টাকাও এভাবেই তোলা হয়েছিল বলে অভিযোগ। প্রয়াগ গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ওই ৭৫০ একর জমিও ছিল তালিকায়। আমানতকারীদের টাকা ফেরাতে সরকার তা বাজেয়াপ্ত করা হয়। এরই মধ্যে অভিযোগ, সেই ৭৫০ একর থেকেই সৌরভকে কারখানার জন্য জমি দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে চন্দ্রকোনার মোট জমি যা প্রয়াগ কোম্পানিকে দেওয়া হয়েছে, নাগরিকের আস্থা অর্জনের জন্য তা আবারও খতিয়ে দেখতে হবে। এই নিয়ে সব পক্ষের বক্তব্য হলফনামা দিতে হবে, বলেছে আদালত। ৩ সপ্তাহের মধ্যে রাজ্য হলফনামা দেবে। ৫ সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। আদালতের আরও নির্দেশ, রাজ্য, সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোনার ওই জমি ফিজিক্যালি খতিয়ে দেখবে। সেখানে ফিল্ম সিটির জন্য যে সব পরিকাঠামো তৈরি হয়েছিল, তার বাজারমূল্য খতিয়ে দেখা হবে। আগামী শুনানিতে তার একটা বাজারদর অনুযায়ী হিসাব আদালতে দিতে হবে রাজ্যকে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

পুজোয় থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা, কি বলছে আবহাওয়া দফতর

কলকাতা: পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে সেই সম্ভাবনা কমেছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়াবিদরা। আপাতত কলকাতা (Kolkata)-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও...

কানপুরে তুমুল বৃষ্টি বিপদে ফেলে দিল রোহিতদের, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে সামনে কঠিন শর্ত

স্পোর্টস ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ, কানপুর টেস্টের প্রথম দিন হয়েছিল মাত্র ৩৫ ওভার। এরপর লাগাতার বৃষ্টি এবং খারাপ নিকাশি ব্যবস্থার কারণে দ্বিতীয় এবং তৃতীয়...

ডুরান্ডজয়ী নর্থ ইস্টের সামনে বদলা নয়, বদল চায় মোহনবাগান

শুভম দে, কলকাতা: গতবার দুবার সাক্ষাতেই উঃ পূর্বের দলটিকে হারিয়েছিল মোহনবাগান (Mohunbagan Super Giants)। কিন্তু এবার ছবিটা আলাদা গত মরশুমের ডুরান্ড কাপ ও আইএস‌এল লিগ...

খবর এই মুহূর্তে

জেলের ভেতর একাকিত্বে ভুগছেন সঞ্জয়, কোর্টের কাছে নতুন আবেদন অভিযুক্তের আইনজীবীর

খাসডেস্ক : শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ কোর্টে হাজির করানো হয় আরজি কর (R G KAR) কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে। সেখানে সঞ্জয়ের আইনজীবী আদালতের কাছে...

২ দিনের পাক সফরে এস জয়শঙ্কর, মাঝ অক্টোবরে শাহবাজ শরিফের দেশে ভারতের বিদেশমন্ত্রী

খাসডেস্ক: সাইঘাই সন্মেলনে যোগ দিতে মাঝ অক্টোবরে পাকিস্তান (PAKISTAN) যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে ইসলামাবাদে বসছে সানঘাই সন্মেলন।...

৩ দিনের সিবিআই হেফাজত ‘সন্দীপ ঘনিষ্ঠের’, গুরুবার রাতে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার

খাসডেস্ক: ৩ দিনের সিবিআই হেফাজতে গেলেন আশিস পাণ্ডে (ashish pandey)। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে পাঠানো হল। বৃহস্পতিবার রাতে আশিসকে গ্রেফতার করে সিবিআই।...

সচিবালয়ের তিনতলা থেকে সটান ঝাঁপ ডেপুটি স্পিকারের, সঙ্গে ছিলেন আরও ৩, এরপরই চমক

খাসডেস্ক: অভিনব না চমকপ্রদ। প্রতিবাদে সামিল হয়ে মহারাষ্ট্র সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ খোদ ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের। ডেপুটি স্পিকারের সঙ্গে ঝাঁপ দিলেন আরও ৩...