কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলেছে বঙ্গবাসী। তবে সপ্তাভর ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা (Kolkata)-সহ উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (Purba Bardhaman), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura) জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ এবং নদিয়ায় (Nadia)। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শনিবার।
অন্যদিকে, উত্তরের পার্বত্য অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার, কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে। এমনটাই দাবি আবহাওয়াবিদদের। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম।