নিউটাউন: ভোটের আগে নিউটাউনের সাপুরজি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হল চারটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ওয়াজিদ। হুগলির বাসিন্দা ওই যুবক আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে দাবি পুলিশের।
টেকনো সিটি থানা ও বেঙ্গল এসটিএফের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাকে। একটি ব্যাগের মধ্যে অস্ত্রগুলি নিয়ে বাসস্ট্যান্ডে এসেছিল ওই যুবক। সূত্র মারফত খবর পেয়ে তাকে ধরা হয়। ভোটের আগে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কে বা কারা কিনছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ও বেঙ্গল এসটিএফের অফিসাররা।