কলকাতা: দিনের পর দিন বেড়েই চলেছে সবজির দাম৷ কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর৷ সবজিতে হাত দিলেই খেতে হচ্ছে ছ্যাঁকা৷ শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।
বৃষ্টির দেখা নেই বলেই সবজির দাম এতটা চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা৷ শুধু সবজি নয়৷ মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে৷ একনজরে দেখে নিন মঙ্গলবারের বাজার দর৷
চন্দ্রমুখী আলু – ৪০ টাকা কেজি
বেগুন – ১০০ টাকা কেজি
টম্যাটো – ৮০ টাকা কেজি
লঙ্কা – ১২০ টাকা কেজি
আদা – ২৫০ টাকা
পেঁয়াজ – ৫০ টাকা কেজি
বিনস – ২৫০ টাকা
সজনে ডাঁটা – ২২০ টাকা
পেঁপে – ৪০ টাকা কেজি
ঢ্যাঁড়শ – ৬০ টাকা কেজি
পটল – ৫০ টাকা কেজি
রসুন – ৩০০ টাকা
উচ্ছে – ১০০ টাকা
কাতলা কেজিতে – ৪০০-৪৪০ টাকা
ট্যাংরা – ৬০০ টাকা
ভেটকি – ৭০০ টাকা
বাগদা চিংড়ি – ৮৫০ টাকা
গলদা চিংড়ি – ৬০০-৭০০ টাকা
রুই কেজিতে – ২৯০-৩৪০ টাকা
পাবদা – ৫৫০ টাকা
ইলিশ – ২০০০ টাকা কেজি
পমফ্রেট – ৭০০ টাকা কেজি