কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। মোট আট দফায় ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশনও। ফলে ‘খেলা হবে’ স্লোগানে মাঠে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি-সিপিআইএম সহ রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন শীঘ্রই ভোটের প্রচারে নামছেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানি
তারমধ্যেই হিসাব বহির্ভূত টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো খোদ কলকাতায়। চলতি সপ্তাহের রবিবার কলকাতার একটি অফিস থেকে প্রায় ৬১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
আরও পড়ুন আগামী পাঁচ বছরের জন্য মমতাকে বিরোধী দল করে রেখে দেব: দিলীপ
কলকাতার জোড়াসাঁকো এলাকার ওই অফিসের মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচার যোগে ওই টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে পূর্ব বর্ধমান থেকে এক মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই এই অফিসের খোঁজ পান তদন্তকারী অফিসারেরা।
আরও পড়ুন ‘বহিরাগত’ সায়নীতে অসন্তোষ পান্ডবেশ্বরে
ওই ধৃত মাদক পাচারকারীর কাছ থেকে পাঁচ কিলো হেরোইন বাজেয়াপ্ত করেছিল গ্রেফতারকারীরা। বাজেয়াপ্ত ওই মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ২৫.০৯ কোটি টাকা। বিধানসভা ভোটের আগে এই মাদক এবং হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে তদন্তকারীদের কপালে।