রোয়িং চলাকালীন আচমকা ঝড়বৃষ্টি, মৃত সাউথ পয়েন্টের দুই ছাত্র

0
403

কলকাতা: শনিবার বিকেলে আচমকাই কালো করে এল তিলোত্তমার আকাশ। কালবৈশাখীর জেরে প্রবল দুর্যোগ। ঝড়বৃষ্টিতে থমকে গিয়েছিল যান চলাচলই। এরই মধ্যে কলকাতার রবীন্দ্র সরোবরে ভয়াবহ দুর্ঘটনা। ঝড়ের মধ্যে রোয়িং চলাকালীন মৃত সাউথ পয়েন্টের দুই মেধাবী ছাত্র।

তবে অনেকেই প্রশ্ন তুলছেন, ঝড়বৃষ্টির মধ্যে রোয়িং কেন চলছিল? এতে অবশ্য কর্তৃপক্ষের কোনও দায় নেই। জানা গিয়েছে, কোনও কিছু বোঝার আগেই আচমকা ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বোট উল্টে গিয়ে তলিয়ে যায় দুজন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে খবর। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ওই বোটে ছিল মোট পাঁচজন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে আসতে পেরেছিল। প্রায় সাড়ে তিন ঘন্টা পর কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

- Advertisement -

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টি, ইডেন পরিদর্শনে এলেন সৌরভ

জানা গিয়েছে, একজনের নাম পুষ্পেন সাধুখাঁ (১৪) এবং অন্যজন সৌরদীপ চট্টোপাধ্যায়। পুষ্পেনকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সৌরদীপকে এসএসকেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।