কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই আক্রান্ত হচ্ছে প্রথম সারির করোনা যোদ্ধারা। কলকাতার একাধিক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি করোনার থাবা পড়েছে কলকাতা পুলিশেও। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কয়েকজন পুলিশ আধিকারিক।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট ২৯৫ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৩০০ ছুঁই ছুঁই। তাদের মধ্যে এখনও পজিটিভ রয়েছেন ২৬৮ জন। বাকি ২৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতা পুলিশের ৬০ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন।
কলকাতা পুলিশের অন্দরে ব্যাপক হারে সংক্রমণ বাড়ার ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে। চলতি সপ্তাহের সোমবারেই ২২ জন পুলিশ কর্মীর সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। তখনও কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৩। এরপর মঙ্গলবার করোনার কোপে পড়েন ৩ জোন ডিসি। করোনা আক্রান্ত হন ডিসি ট্রাফিক সাউথ এবং এসিপি দেবাশিস বড়াল।
প্রসঙ্গত, গত সোমবার করোনা আক্রান্ত হন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এছাড়া, বিধাননগরের ৬ জন ট্রাফিক পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলেও খবর।
করোনায় আক্রান্ত হয়েন বহু চিকিৎসক। যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষেবা অবনতির দিকে হেলে পড়ছে। এনআরএস হাসপাতালের অধ্যক্ষ সহ প্রায় অর্ধেক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া, রাজ্যের আরও কয়েকটি হাসপাতালে থাবা বসিয়েছে করোনা।