কলকাতা: প্রতিবাদের আগুনে উত্তপ্ত কলকাতা৷ আরজিকর কাণ্ডে We Want Justice-র রব শোনা যাচ্ছে৷ নিজেদের মতো করে সকলেই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছেন৷ সেই তালিকায় বাদ পড়েনি রূপান্তরকামীরা৷ এবার তাঁদেরও হতে হল হেনস্তার শিকার৷
বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট রবীন্দ্রসদন মেট্রো স্টেশন উত্তপ্ত হয়ে ওঠে৷ টিকিট পাঞ্চ করে ভিতরে প্রবেশের সময় এক রূপান্তরকামীর বুক স্পর্শ করার অভিযোগ ওঠে আরপিএফের বিরুদ্ধে। পাশাপাশি ‘বুকে হাত দিয়ে নকল না আসল দেখতে চেয়েছিলেন’ মন্তব্যও করা হয়েছে বলে দাবি করেছেন নির্যাতিতা৷
মেট্রোর তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। এক পুরুষ আরপিএফ এক রূপান্তরকামীর বুকে হাত দেয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত। সঙ্গীরা নির্যাতিতার পাশে দাঁড়ালে তাঁদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত আরপিএফ কর্মীদের ক্ষমা চাওয়ার দাবি জানান।
নির্যাতিতারা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে যান৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ কারণ তিনি খাতায় কলমে ‘অন ডিউটি’ থাকলেও স্টেশনে ছিলেন না বলেই দাবি। পরবর্তীতে প্রতিবাদের জেরে যাত্রী পরিষেবা ব্যাহত হলে ছুটে আসেন স্টেশন মাস্টার। জল গড়ায় ভবানীপুর থানা পর্যন্ত।
https://www.facebook.com/share/p/6tDB2TPujZRsGRUL/?mibextid=oFDknk
পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত অসীম ঘোষ এবং রামকিষেণ রামের বিরুদ্ধে চার্জশিট তৈরির আশ্বাস দিয়েছে পুলিশ৷ আর পি এফের তদন্তে দোষ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷ ”