হকের চাকরির দাবিতে আজ রাজপথে মহাজোট, আহ্বান বিদ্বজ্জনদেরও

এমন আবহে নিজের দাবিকে আরও জোরাল করে তুলতে একজোট হয়ে মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। মহাজোটের স্বপক্ষে তাঁদের অকাট্য যুক্তি, ‘‘রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে চাকরিপ্রার্থীদেরও মহাজোট হবে না কেন?’’

0
21

কলকাতা: হকের চাকরি৷ হ্যাঁ, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাঁরা চাকরি পাবেন না, কেন টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হবে- এমনই একাধিক প্রশ্ন সামনে এনে আজ সোমবার রাজপথে নামছে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ‘মহাজোট’। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরিপ্রার্থীদের ‘মহাজোট’-এর এই মিছিলে যোগ দেবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ । মহাজোটের এই প্রতিবাদ মিছিলে আহ্বান জানানো হয়েছে, সমাজের বিদ্বজনদেরও৷ স্বভাবতই, আজ শহরের একাংশ অবরুদ্ধ হওয়ার আশঙ্কা থাকছে৷ একই সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে চাকরি প্রার্থীদের মহাজোটের এই মহামিছিলকে কেন্দ্র করে শাসকের বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

বস্তুত, নিয়োগ কেলেঙ্কারির প্রতিবাদে লকডাউনের সময় থেকেই আন্দোলনে বসেছেন চাকরিপ্রার্থীরা৷ মাসের পর মাস চালিয়ে যাচ্ছেন আন্দোলন৷ কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডিও নিয়োগ কেলেঙ্কারির একাধিক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে৷ গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জেল হাজতে রাত কাটছে রাজ্য শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তার৷ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা৷ আদালতে মামলার পর মামলা চলছে৷ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা৷ অন্যদিকে আদালতের নির্দেশে চাকরি প্রার্থীদের একাংশ পেয়েছেন চাকরি৷

- Advertisement -

এমন আবহে নিজের দাবিকে আরও জোরাল করে তুলতে একজোট হয়ে মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। মহাজোটের স্বপক্ষে তাঁদের অকাট্য যুক্তি, ‘‘রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে চাকরিপ্রার্থীদেরও মহাজোট হবে না কেন?’’ হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রয়োজনে অন্য রাজ্যেও এবার ছড়িয়ে দেওয়া হবে এই আন্দোলন৷ যে আন্দোলনের মূল কথা একটাই- যোগ্যতার নিরিখে চাকরির বন্দোবস্ত৷’’ স্বভাবতই, আজকের মহা মিছিলের দিকে নজর রাখছে সবপক্ষই৷

আরও পড়ুন: ‘ধার করেই গর্ব করতে হয়’, মমতা কি ‘ধার’ করেছেন, জানালেন ঘোষবাবু