মমতার নামেই তো সব, বললেন সৌগত রায়

0
36

বিশ্বদীপ ব্যানার্জি: বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় বেজায় খুশি তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতা বিমানবন্দরে এ প্রসঙ্গে তিনি সরাসরি জানিয়ে দিলেন, এটাই সবচেয়ে ভাল হয়েছে। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, মমতার নামেই সব।

আরও পড়ুন: বর ছাড়া বিয়ে হয় না, প্রধানমন্ত্রীর মুখ ছাড়া লড়া প্রসঙ্গে অখিলেশকে খোঁচা সুকান্তর

- Advertisement -

বিমানবন্দরে এদিন সাংবাদিকদের এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, “সবথেকে ভাল। মুখ্যমন্ত্রীর নামেই তো সব। উনি রাখলেন, সব থেকে ভাল হয়েছে।” পাশাপাশি দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আরও একবার জানিয়ে দিয়েছেন, দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না। সে প্রসঙ্গে সৌগত রায় বলেন, “আমাদের পার্টির সিদ্ধান্ত হল জিরো টলারেন্স টু করাপশন।”

এর পাশাপাশি অখিলেশ যাদবের কলকাতা সফরকে-ও স্বাগত জানিয়েছে সৌগত রায়। সমাজবাদী পার্টির সুপ্রিমো শুক্রবার কলকাতায় পা দিয়েই বলেছেন, বিজেপিকে সরানো দরকার আগে। পরে প্রধানমন্ত্রীর মুখ ঠিক করা হবে। সে প্রসঙ্গে তৃণমূল সাংসদের বক্তব্য, “অখিলেশের মুখে ঘি-সক্কর। ওকে অভিনন্দন জানাই এই সুন্দর বক্তব্য রাখার জন্য। কলকাতায় এসেছে, আমরা খুব খুশি।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অখিলেশ এদিন আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন শহরে পা দিয়ে। বলেন, “বিজেপি ভ্যাকসিন নিলে ই ডি, সি বি আই থেকে মুক্তি পাওয়া যায়।” সে প্রসঙ্গে সৌগত রায়ের দাবি, “এই কথা আমরা বলি। বিজেপি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ওয়াশিং মেশিন। ওদের ওখানে গেলেই সব শুদ্ধ হয়ে যায়।”