
পলাশ নস্কর, কলকাতা: তৃণমূল কাউন্সিলর এবং শাসক দলের কয়েকজনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা। শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে এই মামলা দায়ের করেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।
আরও পড়ুন: Shraddha murder case: কোন দোকান থেকে অস্ত্র কিনে শ্রদ্ধার দেহের টুকরো করেছিল আফতাব, তদন্তে পুলিশ
এদিন আদালত থেকে বেরিয়ে দেবরাজ চক্রবর্তীর আইনজীবী শুভজিৎ সাহা জানান, ‘গত ২০ জুন এবং ৭ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারী দেবরাজ চক্রবর্তী এবং কয়েকজনকে কুরুচিকর মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। তবে তার কোনও জবাব পাওয়া যায়নি।’ এদিন ফের একবার নিজের আইনজীবীকে নিয়ে আদালতে আসেন তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা বিধাননগরের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।
আরও পড়ুন: Aindrila: “এ যেন এক প্রেমিকের লড়াই”, ভেন্টিলেশনের বাইরে কীভাবে দিন কাটছে Sabyasachi’র
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুত্রকে নিয়ে টুইট করেন নন্দীগ্রাম বিধায়ক। তাঁর ‘আপত্তিকর’ টুইট নিয়ে সরব হয় তৃণমূল। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানানো হয়। এরপরই বিরোধী দলনেতাকে শোকজ করে শিশু সুরক্ষা কমিশন।