
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল৷ রাস্তার কাজ থামিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের স্থানীয় তৃণমূল নেতার বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজারহাটের চাঁদপুর এলাকায়৷
আরও পড়ুন: ভারতসহ গোটা ক্রিকেটবিশ্বকে পথ দেখাবে পাকিস্তান, আনতে চলেছে অনলাইন কোচ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা তৈরি হচ্ছিল৷ দীর্ঘ সাত বছর পর শুরু হয়েছে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শনি মন্দির থেকে হাড়োয়া খাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার সংস্করণের কাজ। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, একটু বৃষ্টি হলেই ধুয়ে যাবে বলে দাবি গ্রামবাসীদের।
আরও পড়ুন: Kareena নাকি Karishma, রাজ কাপুরের পাশে কে এই কাপুর-নন্দিনী
স্থানীয় প্রশাসনকে বারবার করে জানানোর পরও কোনরকম সুরাহা হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেয়। এরপর রাস্তার উপরেই বিক্ষোভ দেখাতে থাকে। গ্রামবাসীদের দাবি ভালো করে রাস্তার কাজ করতে হবে নাহলে এভাবে কাজ চলতে থাকলে তাঁরা কাজ করতে দেবে না।
আরও পড়ুন: বিশাখাপত্তনমকে নয়া রাজধানী করার নেপথ্যের কারণ কি, জেনে নিন বিস্তরে
এই খবর শোনার পর সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছায়৷ অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতা নাসিরউদ্দিন মোল্লা। স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবদাস নস্কর জানান, সাংবাদিকদের খবরে বাধা ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার তৈরির অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।