মধ্যবিত্তের পকেটে ছেঁকা, বছরের শেষেও চড়া মুরগির মাংসের দাম

0
44
chicken price

খাস ডেস্ক: উৎসবের মরশুম শেষের পথে। আর বছর শেষে চড়া হচ্ছে মুরগির মাংসের দাম। আর সামনেই শীতকাল ও বিয়ের মরশুম। এই সময় মুরগির মাংসের দাম বাড়তে থাকলে সমস্যা পড়বেন আমজনতা। এই সময় মাংসের দাম কোনও ভাবেই কমার আশা নেই বলে মনে করছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, মাংসের পাশাপাশি দাম বাড়তে পারে মুরগির ডিমেরও।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

জানা গিয়েছে, বর্তমানে খুচরো বাজারে কাটা মাংসের দাম ২২০-২৩০ টাকা। তাছাড়াও গোটা মুরগির দাম ২১০-২২০ এর মধ্যে। অন্যদিকে, মাংসের পাশাপাশি মুরগির ডিমেরও দাম বাড়ছে। এখন বাজারে ডিমের দাম ৬ টাকা। এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ক্রেতার।

আরও পড়ুন-লক্ষ লক্ষ যুবক যুবতী চাকরি খুঁজছে আর প্রধানমন্ত্রী…ক্ষোভ উগরে জানালেন মল্লিকার্জুন

এর আগেও উৎসবের মরশুমের আগে বেড়েছিল মুরগির মাংস আর ডিমের দাম। সেই সময় পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডঃ গৌরীশঙ্কর কোনার জানিয়েছিলেন, নানান রকমের জিনিসের পাশাপাশি মুরগি চাষের খরচও আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। পাখির খাবারের দামও বাড়ছে। তাই পরিস্থতি সামাল দিতে বাধ্য হয়েই দাম বাড়ান হয়েছিল।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

সামনেই বড়দিন আসছে। এই পরিস্থিতে ডিমের দাম কমবে না কোনও মটেই। এই সময় আরও বাড়তে পারে বলেই ধারনা করছেন ক্রেতা-বিক্রেতারা। যার ফলে রীতিমত চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী, অক্টোবর মাসেই ১০০টি ডিমের দাম ছিল ৪৯০ টাকা। যা এই মুহূর্তে ৭০ টাকা বেড়ে ৫৬০ টাকা দাম দাঁড়িয়েছে।