কলকাতা: মেট্রো নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক লেগেই আছে। হয় মেট্রোতে ঝাঁপ, মেট্রোর স্বয়ংক্রিয় দরজা কাজ না করা, যান্ত্রিক গোলযোগ কিংবা মেট্রোতে আগুনের ফুলকি সবনিয়ে মানুষের মনে ত্রাস লেগেই আছে। ফের একবার এদিন মেট্রোতে ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। এ বার দমদমগামী মেট্রোতে ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঁদনি চক স্টেশনে মেট্রো পৌঁছতেই যাত্রীদের দ্রুত নামিয়ে রেকটি খালি করে দেওয়া হয়।
মেট্রো সূত্রে খবর, শনিবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ একটি এসি রেকের কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি জানার পরেই মেট্রো চালক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। চাঁদনিতে মেট্রো থামতেই ১টা ৪২ মিনিটের মধ্যে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছেন মেট্রো কর্তারা। তাঁদের দাবি, এই ঘটনার জন্য সাময়িক দেরি হয় মেট্রো চলাচলে। তবে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কেন এমন হল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। বারবার এইরকম কান্ড হওয়ায় মানুষের মধ্যে মেট্রো নিয়ে এক ভয়াবহতার চিত্র তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।