বিধাননগর: অফিস টাইমে লোকাল ট্রেনে তিল ধারনের জায়গা থাকে না৷ ভিড়ে উপচে পড়ে ট্রেন৷ এবার অফিস যাত্রীদের জন্য সুখবর৷ এতো দিন পর্যন্ত উল্টোডাঙা স্টেশনে থামে না সন্ধ্যা ৭টা ১০ মিনিটের আপ শিয়ালদা-কল্যাণী লোকাল৷ ফলে কিছুটা হলেও ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের৷
শিয়ালদহ মেন ও নর্থ লাইনের যাত্রীদের জন্য বিধাননগর রোড একটি গুরুত্বপূর্ণ স্টেশন৷ এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন৷ তাই এবার থেকে অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে একটি সিদ্ধান্ত নিল রেল৷ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার আপ কল্যাণী সীমান্ত লোকাল (৩১৩৩৭) ট্রেনটিকে উল্টোডাঙা স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
রেল সূত্রে খবর, আগামী ছয় মাসের জন্য এই ট্রেনটিকে উল্টোডাঙা স্টেশনে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে উল্টোডাঙা স্টেশনে এসে পৌঁছবে। উল্টোডাঙা স্টেশন থেকে যাত্রী তুলে গন্তব্যের দিকে রওনা দেবে ট্রেনটি। যাত্রীরা এই নতুন সিদ্ধান্তে উপকৃত হলে আগামী দিনেও এই পরিষেবা চালু রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷