কলকাতা: আরজিকর কাণ্ডের পর বিচারের দাবিতে উত্তাল রাজ্যসহ গোটা দেশ৷ এরপরই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর৷ বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের৷ রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ এবং ইনস্টিটিউটগুলি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য দফতর।
সূত্রের খবর, রাজ্যজুড়ে সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলিতে কতগুলি করে সিসিটিভি, রেস্ট রুম, সিকিউরিটি গার্ড, লাইট ও শৌচালয়ের প্রয়োজন তা নিয়ে মেডিকেল কলেজগুলি থেকে রিপোর্ট চেয়েছিল স্বাস্থ্য দফতর। ২৮ টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট থেকে সেই রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য দফতরের কাছে। যদিও আরজিকর মেডিকেল কলেজে থেকে এখনও কোনও রিপোর্ট জমা পড়েনি৷
আরজি করে চিকিত্সককে খুনের ঘটনার কারণে একাধিকবার প্রিন্সিপাল বদল হওয়ায় এখনও পর্যন্ত রিপোর্ট জমা পড়েনি বলেই জানা গিয়েছে। রাজ্যজুড়ে ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন। প্রয়োজন প্রায় ৯০০টি রেস্ট রুম ও দুই হাজার সিকিউরিটির। রিপোর্ট আসার পর তা নবান্নে পাঠাল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠানো হয়েছে রিপোর্ট।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজে সিসিটিভি থাকলেও তারা বাড়ানোর কথা বলেছেন। অনেক কলেজে আবার পর্যাপ্ত সিসিটিভিও নেই, সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন মেডিক্যাল কলেজের তরফে পাঠানো স্বাস্থ্য দফতরের রিপোর্টে। সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ কয়েকটি হাসপাতাল থেকে।