কলকাতা: কয়লা কাণ্ডে এবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি৷ কয়লা কাণ্ডে এখনও একজন সাক্ষীকেও কেন জেরা করা হল না তা নিয়েই এদিন তদন্তকারী সংস্থার কাছে কৈফিয়ত তলব করেন বিচারকেরা৷ আদালত সূত্রের খবর, বিচারকেরা জানতে চান যে ইডির কি এতটাই খারাপ অবস্থা যে একজনকেও তাঁরা জেরা করতে পারল না?
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে চলছে কয়লা মামলার শুনানি৷ আদালত সূত্রের খবর, মামলা চলাকালীনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি৷ ইডির কাছে বিচারপতি জানতে চান, ‘‘আদালত তো তদন্ত করতে বারণ করেনি৷ তাহলে স্রেফ দু’বার সমন পাঠিয়ে চুপ কেন? কেন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? ইডি কি এতই অযোগ্য?’’
প্রসঙ্গত, কয়লাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলায় একাধিকজনের নাম উঠে এলেও সেবিষয়ে ইডির ভূমিকা নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল৷ এবার খোদ বিচারপতি এই নিয়ে সংশয় প্রকাশ করায় কার্যত বড়সড় প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বস্তুত, রাজ্যের শাসকদলের তরফে অতীতে বারে বারে অভিযোগ করা হয়েছে, ভোট এলেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বাকি সময় তাদেরকে দেখা যায় না৷ আদালতের ভর্ৎসনার পর এবার সেই অভিযোগ আরও জোরাল হল বলেই মত রাজনৈতিক মহলের৷
আরও পড়ুন: Post-Poll Violence Case: নিহত বিজেপি কর্মীর বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল