কলকাতা: সম্প্রতি মাধ্যমিকের রিভিউ রেজাল্ট সামনে আসতেই রদবদল হয় ফলাফলের। মাধ্যমিকের খাতা দেখায় অজস্র ভুল। মাধ্যমিকের উত্তরপত্রের নম্বরের যোগ ভুল। মাধ্যমিকের(Madhyamik Result) খাতায় ১২ হাজার ভুল। উত্তরপত্রে নম্বর যোগে ভুল দেখা গিয়েছে। এহেন পরিস্থিতিতে পর্ষদের পক্ষ থেকে মেধা তালিকায় রদবদলের কথা জানানো হয় গত শুক্রবার। সোমবার পরীক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ।
সম্প্রতি মাধ্যমিকের রিভিউ-এর ফলাফল(Madhyamik Result) সামনে আসে। তাতেই জানা যায়, যোগে ভুল করেছেন শিক্ষকরা। কেউ ষষ্ঠ থেকে উঠে এসেছেন চতুর্থে কেউ আবার সপ্তম থেকে পঞ্চম স্থানে। মাধ্যমিকের রিভিউ রেজাল্টে চারজনের স্থান বদল হয়। এই ভুলের জন্য কারও ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। কোথাও MCQ অংশ যোগ করতে ভুলে যাওয়ার অভিযোগও রয়েছে।
এহেন অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না, বুঝিয়ে দিয়েছে পর্ষদ। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় কীভাবে নম্বর যোগ করতে শিক্ষকরা ভুলে গেলেন, তা নিয়ে সব মহলই প্রশ্ন তুলছে। সূত্রের খবর, পর্ষদের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে বেশ কয়েকজন শিক্ষককে। কীভাবে এটা হল জানতে চাওয়া হয়েছে, সতর্কও করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, মেধা তালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। আবার প্রথম দশের মেধা তালিকায় নাম চলে আসে আরও সাতজনের। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে(Madhyamik Result) নম্বর যোগে ভুল দেখা গিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি গত শুক্রবারই তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।