
কলকাতা: পড়ুয়াদের ক্লাস না করিয়ে ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখছেন স্কুলের শিক্ষকরা। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকরা। এদিন সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি নিউটাউনের একটি অভিজাত বেসরকারি স্কুলে।
আরও পড়ুন:‘ওনার এত ইগো যে একবার আসতে পারছেন না’, TET চাকরিপ্রার্থীদের সমর্থন করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ
অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের ক্লাস না করিয়ে চার ঘণ্টা ধরে টিভি দেখছেন। এমনকি তাঁদের ঠিকভাবে পড়ানো হয় না। এটে ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে।’ অভিভাবকদের বিক্ষোভের জেরে স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
অভিভাবকরা জানতে পেরেছেন, গত কয়েকমাস ধরেই বেসরকারি স্কুলের দুই মালিকের মধ্যে ঝামেলা চলছে। যে কারণে শিক্ষকদের ঠিকমত বেতন দেওয়া হচ্ছে না। শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না। ফলে তারাও অবহেলার সঙ্গে কাজ করছেন। যার ভুক্তভোগী হচ্ছে পড়ুয়ারা।’
আরও পড়ুন: মিউজিক ভিডিওর শুটিংয়ে বিপাকে Uorfi Javed, ভিডিও দেখে থতমত খেয়ে গেলেন নেটিজেনরা
সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের দীর্ঘক্ষণ বৈঠক হয়। কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। যদিও, এরপরও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অভিভাবকরা।