কলকাতা: সবজি বাজারের আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের। সবজির মূল্য কমানোর জন্য তৎপর হয় প্রশাসন। এরপরেই বাজারদরে(Vegetable Market) নজরদারি করতে বাজারে বাজারে কড়া নজরদারি চালায় টাস্ক ফোর্স। এবার বুধবার সকাল ১০টা নাগাদ টাস্ক ফোর্স, রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযান চালালো সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে।
কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য তাতেই খানিকটা মেজাজ হারালেন টাস্ক ফোর্স এর সদস্য রবীন্দ্রনাথ কোলে। একই বাজারে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন দাম কেন? যেখানে সুফল বাংলায় যদি আলু বিক্রি হচ্ছে ২৮ টাকা কিলো দরে সেখানেই কয়েক হাত দূরে বাজারের ভেতরে আলু ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ২৬ টাকা দরে সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও ৩০, কোথাও ৩২ কোথাও আবার ৩৫ টাকা দরে।
সল্টলেক বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখলেন তারা। সেখানেও লাগামছাড়া দামে বিক্রি হচ্ছে পোল্ট্রি মুরগির মাংস। প্রতি কেজি ২০০ টাকা কিলো, যেখানে পোল্ট্রি ফার্মগুলোতে প্রতি কেজি ১৬৫ টাকা। দাম শুনে বেজায় চটলেন টাস্ক ফোর্স রবীন্দ্রনাথ কোলে। তিনি হুঁশিয়ারির সুরে পুলিশের সামনে দোকানদারকে বললেন দাম কমাতে হবে নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে যাতে বাজারমূল্য নিয়ন্ত্রণে থাকে তা নিয়েই তৎপর টাস্ক ফোর্স।