কলকাতা: আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য সহ দেশ। যত সময় যাচ্ছে ততই চড়া হচ্ছে প্রতিবাদের সুর। দেশের সমস্ত মহলের মানুষই এই নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে। আজ কলকাতার শ্যামবাজারে ধর্নায় বসেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে উপিস্থিত ছিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মত নেতারা। এই মঞ্চ থেকেই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি কারণে আরজিকরের মহিলা চিকিৎসকের এহেন পরিণতি হয়েছে তার নেপথ্যের ভয়ানক কারণ উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই দাবি রীতিমত ঝড় তোলার মত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
শ্যামবাজারে বিজেপি ধর্না মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, “সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে যাওয়াতেই খুন করা হয়েছে তরুণীকে।” শুভেন্দু এদিন বলেছেন আরজিকরের ঘটনায় সকলের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। ঘতনাটি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলেই এদিন অভিযোগ করেন শুভেন্দু। এখনেই শেষ নয় তিনি আরও অভিযোগ করে বলেন মৃত চিকিৎসকের বাড়ির অনুমতি না নিয়েই তৃণমূল সরকার তড়িঘরি দেহ দাহ করার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
শুভেন্দুর কথায়, “আর জি করের ঘটনা কারও একার কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িত।” শুভেন্দু এটাও বলেন যে তিনি নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। নির্যাতিতার বাবা তাঁকে জানিয়েছেন তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। শ্যামবাজারের মঞ্চ থেকেই আগামীকাল বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।