
কলকাতা : বর্তমানে সামাজিক মাধ্যমে যে কত কিছুই দেখতে হয়, তার কোনও নির্দিষ্ট হিসেব রাখেন না বাঙালি, কারণ তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ যদি দেখেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রর (Surjya Kanta Mishra) অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর ছবির জায়গায় চলে এসেছে দক্ষিণী অভিনেতা সুরিয়ার ছবি, তাহলে তো একটু হলেও হোঁচট খাবেন।
আরও পড়ুন : ভারত জোড়ো যাত্রায় কবে যোগ দেবেন শরদ পাওয়ার, জানাল কংগ্রেস
সূর্যকান্ত মিশ্রর ফেসবুক পেজের বর্তমান অবস্থা
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ঘটনা ঘটল কিভাবে? আসলে এই সবই হ্যাকারদের কেরামতি। হ্যাকাররা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে তাদের কুবুদ্ধি দিয়ে পুরো খোলনলচে বদলে দিতে পারেন। ইতিমধ্যে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানান হয়েছে, “সূর্যকান্ত মিশ্রর ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানান হয়েছে।” গতকাল রাতে এই ঘটনা ঘটলেও এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও সূর্যকান্ত মিশ্রর (Surjya Kanta Mishra) পেজে বিরাজ করছে দক্ষিণী অভিনেতার ছবি।
তবে এই ঘটনাকেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সূর্যকান্ত মিশ্রর ফেসবুক পেজে এসে দেবাংশু ভট্টাচার্য কটাক্ষের সুরে মন্তব্য করেছেন, “যেই ইমেইলে মেসেজ এসেছে যে আপনার পেজ ব্যবহার করে বিজ্ঞাপন দিতে চাই, হাজার হাজার ডলার দেব, অমনি পেজ হ্যান্ড ওভার করে দিয়েছে! ওগুলো হ্যাকারদের ট্র্যাপ হয় সূর্য বাবু!পা দিতে নেই! আপনি তো বডি দিয়ে দিলেন…! এই জন্য বলি আমরা, কম্পিউটার আর ইংরেজি ঢুকতে না দিয়ে একটা জেনারেশন কে শেষ করে দিয়েছেন.. আপনি আজ তার বিগেস্ট এক্সাম্পল!” যদিও দেবাংশুর কটাক্ষের জবাব দিতে ছাড়ছেন না সিপিএম সমর্থকরা।