কলকাতা: নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। এবার তা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। বর্তমান আবহে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। দুপুর দু’টো নাগাদ মামলার শুনানি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।
সন্দীপ ঘোষ অভিযোগ তুলেছেন, বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ি রয়েছেন। তিনি দাবি তুলেছেন, বর্তমানে তাঁর পরিবারকেও টার্গেট করা হচ্ছে। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে সন্দীপ ঘোষের বক্তব্য ছিল তাঁকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হতে হচ্ছে। এই দাবি তুলেই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বক্তব্য, তাঁর সঙ্গে স্ত্রী এবং বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ি থাকেন। এখন তাঁদের টার্গেট করা হচ্ছে। সেই কারণে পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি।
অন্যদিকে, টানা ষষ্ঠ দিন সিবিআই দফতরে হাজিরা দেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের নারকীয় ধর্ষণ-খুনে প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই। সেইমতো বুধবার সকাল ৯:১০ মিনিট নাগাদ সিবিআই দফতরে আসেন তিনি। এখনও পর্যন্ত মোট ৬০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। কিন্তু জানা গিয়েছে, তাঁর বয়ান নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।