কলকাতা: টানা ছুটি দিয়ে সমস্যার মুখে রাজ্য। ছুটির জন্য বেতন হতে পারে নির্দিষ্ট দিনের পরে, এমন আশঙ্কার ফলে সমস্যায় রাজ্য সরকার৷ এই সমস্যার পূর্বাভাস আসতেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য৷ আগামী ৩১ জানুয়ারি রাজ্যের সমস্ত ট্রেজারির কর্মচারীদের বাতিল হল ছুটি। তবে বাতিল হচ্ছে না অন্যান্য কর্মীদের ছুটি।
আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সরস্বতী পুজোয় দু’দিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য। পরে তার সঙ্গে যুক্ত করেছিল আরও একটি অতিরিক্ত ছুটি। ২৯ জানুয়ারি বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়৷ ১ও ২ ফেব্রুয়ারি যথাক্রমে শনিবার ও রবিবার। ফলে, বুধবার থেকে টানা রবিবার পর্যন্ত ৫ দিন ছুটি। তবে এবার এই তালিকা থেকে বাদ পড়ল ৩১ জানুয়ারি।
বকেয়া মহার্ঘ ভাতা না মিললেও চলতি মাস থেকে কার্যকর হয়েছে ষষ্ট বেতন কমিশন। পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথম মাসে বর্ধিত হারে বেতন পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। ছুটির কারণে নতুন বছরের প্রথম মাসের বর্ধিত বেতন পেতে যাতে কোনও সমস্যা না হয় তাই জন্যই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।