কলকাতা: মাস দুয়েকের ব্যবধানে আরও একবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাত মহারাজের। যা নিয়ে ফের একবার শুরু হয়ে গেল জোরাল জল্পনা। বুধবার সন্ধ্যায় রাজভবনের উদ্দেশ্যে রওনা হন বাঙালির ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লির পথে বিজেপির বঙ্গ ব্রিগেড
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক নেতানেত্রীদের দলবদল বা রাজনীতিতে যোগদান জারি রয়েছে। এরই মাঝে বিশেষ আলোচিত ব্যক্তি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক মাস ধরে তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা চলছে।
আরও পড়ুন- শুভেন্দুকে হত্যার চক্রান্ত ফাঁস প্রাক্তন তৃণমূল নেতার
এরই মাঝে আচমকা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌরভ। যা নিয়ে জোরাল জল্পনা তৈরি হয়েছে। দিন কয়েক আগেই গুঞ্জন ছড়ায় যে আগামী রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সভাওমঞ্চে হাজির থাকবেন সৌরভ। যদিও পরে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন মহারাজ। এর পরের দিনেই রাজভবনে গিয়ে নয়া ইঙ্গিত দিলেন তিনি।
আরও পড়ুন- প্রার্থী ঘোষণার আগে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
এর আগে গত ডিসেম্বর মাসের শেষের দিকেও রাজভবনে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন তিনি। যদিও বিষয়টি নেহাতই সৌজন্যমূলক ছিল বলে দাবি করেছিলেন এই প্রাক্তন ক্রিকেট তারকা।
সাম্প্রতিক অতীতে নানাবিধ ইস্যুতে রাজ্যের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে রাজ্যপালের। যা নিয়ে রাজভবন এবং নবান্নের মাঝে বিস্তর ফাড়াক সৃষ্টি হয়েছে। রাজ্যের একাধিক মন্ত্রী রাজ্যপালকে বঙ্গ বিজেপির অলিখিত সভাপতি বলেও কটাক্ষ করেন বিভিন্ন সময়ে।
আরও পড়ুন- বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা এবার তৃণমূলে
অন্যদিক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সখ্যতা রয়েছে সৌরভের। বাংলার দাদার সঙ্গে দিদির ঘনিষ্ঠতা কারও অজানা নয়। তবে মাস খানেক ধরে সৌরভের বিজেপি যোগ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বিজেপি বঙ্গে ক্ষমতা দখল করতে পারলে সৌরভকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে শোনা গিয়েছে। এই অবস্থায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে সেই জল্পনাকেই আরও উসকে দিলেন বেহালার ছেলেটা।