কলকাতা: বুধবার দিনের আলোয় কলকাতার বুকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। রাজাবাজার মোড়ের কাছে কেশব সেন স্ট্রীটে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক যুবক। বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম দীপক দাস। তিনি পেশায় একজন প্রোমোটার। মূলত প্রোমোটিংয়ের ব্যবসায় বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।
এদিন কেশব রেসিডেন্সির সামনে দীপক দাসের উপর গুলি চালানো হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুলির আওয়াজ শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আর্মহার্স্ট স্ট্রিট থানার পুলিশ এসে জখম যুবককে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীপক দাসের এক ব্যবসায়িক অংশীদারকেই অপরাধী হিসেবে মনে করা হচ্ছে। যদিও এখনও তাকে শনাক্ত করা যায়নি। গুলি কাণ্ডে কত জন জড়িত ছিল তাও খতিয়ে দেখবে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসা করছে পুলিশ।
গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা। অন্যদিকে, দিনে প্রকাশ্যে এই ভাবে গুলি চলায় ফের একবার কাঠগড়ায় শহরের নিরাপত্তা ব্যবস্থা।