পলাশ নস্কর, বিধান নগর:– খাস কলকাতার বুকে হদিশ মিললো সেক্টটরসন চক্রের | শুক্রবার রাত্রিবেলা তল্লাশি অভিযানে এই চক্রের হদিস মিললো। তল্লাশি অভিযানে বিধান নগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকরীকরা|রাজারহাট থানার অন্তর্গত বসিনা বসিনা মানিকতলায় বিলাস বহুল বাড়িতে চলতো এই অপরাধ চক্র।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চক্রের সঙ্গে জড়িত অনেকে। বিশেষ করে একাধিক মহিলা যুক্ত রয়েছে এই চক্রের সঙ্গে। উষ্ণ যৌনতার স্বাদ নিতে বিভিন্ন বয়সের পুরুষদের ভিডিও কলিং এর টোপ দিত এই চক্রের মহিলারা। সেই কামললুভ টোপে পা দিতেন অনেক পুরুষই। অশ্লীলতায় পরিপূর্ণ এই ভিডিও গুলির স্ক্রিনশট তুলে নেওয়া হতো। তারপর নেট মাধ্যমে ওই পুরুষদের গোপন অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চেয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হতো। সামাজিক সম্মানহানির ভয়ে বেশিরভাগ পুরুষই কোন আইনি পদক্ষেপ নিতে সাহস পেতেন না ।
স্থানীয় বাসিন্দারাও এই বিলাসবহুল বাড়িটিকে বেশ সন্দেহে নজর এই দেখেন। কারণ এই বাড়িটিতে অবাধ যাতায়াত চলে অনেক লাস্যময়ী নারীদের। তার সাথে সাথে বিভিন্ন বয়সের পুরুষের যাতায়াত চলে এই বাড়িটিতে। বাড়িটি বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা । বাড়িতে যে কালো রঙের গেটটি আছে, সেটিও খুব উঁচু। যার ফলে বাড়ির ভেতরে ঠিক কি চলছে তা বাইরে থেকে বোঝা যেত না | যার ফলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বাদে এই প্রাসাদ প্রমান রহস্যময় বাড়িটিকে ঘিরে। এখানে যে অপরাধমূলক কোন কাজকর্ম হচ্ছে তা এলাকাবাসী আগে থেকেই কিছুটা আঁচ করতে পেরেছিলেন।