কলকাতা: প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত নভেম্বরে বাংলায় খোলা হয়েছিল স্কুল। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় নতুন বছর পড়তেই ফের স্কুলের দরজা বন্ধ হয়েছে। এই সময়ে স্কুল খোলার দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থতিতে কি ভাবছে রাজ্য? কবে থেকে খোলা হতে পারে স্কুল।
সোমবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্য স্কুল খুলতে চায়। কিন্তু সরকার চায়না একবার স্কুল খুলে ফের বন্ধ হয়ে যাক। তাই সবদিক বিবেচনা করে দেখবে নবান্ন। স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর কথা থেকে ইঙ্গিত মিলেছে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিন ‘পাড়ার শিক্ষালয়’ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় অভিনব উদ্যোগ নেয় রাজ্য। রাজ্যের ১৫ হাজারের বেশি শিক্ষাকেন্দ্রে চালু করা হচ্ছে এইও কর্মসূচী। এর ফলে পড়ুয়ারা ঘরে বসে উপকৃত হবে বলেই মনে করছে রাজ্য।
করোনার জেরে ২০২০ সালের মার্চ মাস থেকেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ২০২১-এর ১৫ নভেম্বর থেকে স্কুল চালু হলেও সংক্রমণ বাড়তে থাকায় গত ৩ জানুয়ারি থেকে বন্ধ হয় স্কুল। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে থাকায় পড়ুয়ারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। একথা স্বীকার করেছে বিকাশ ভবন। তাই পড়ুয়াদের মন ফেরাতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। যদিও, ওয়াকিবহাল মহল থেকে শুরু করে অভিভাবক সকলের দাবি, রাজ্যে সব খোলা থাকলে স্কুল খোলা থাকবেনা কেন? সোমবার স্কুল খোলার দাবিতে বিকাশভবনের সামনেই দেখা যায় বিক্ষোভ।