কলকাতা: এবার স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘বিধানসভার অধ্যক্ষ একটি সাংবিধানিক পদ। সংবিধান মাথায় রেখে তাঁর কাজ করা উচিত। অথচ তিনি তৃণমূল নেতার মতো কথা বলছেন!’’
এরই সঙ্গে রাজ্যকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘‘আজ রেড রোডে সংবিধান জ্বালিয়ে আজ বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানিয়ে প্রজাতন্ত্র দিবস পালন হল। রাজ্যপালকে কেউ সৌজন্যের জন্য গাড়ি থেকে নামার পর নিতে এলেন না। এটা কী সৌজন্য?’’
বস্তুত, রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে বারে বারেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল৷ এবার সেই একই ইস্যুতে স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলল গেরুয়া শিবির৷ সুকান্তের কথায়, ‘‘রাজ্যে বর্তমানে যা হচ্ছে তাতে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে৷’’ একই সঙ্গে তাঁর পরামর্শ, ‘‘রাজ্যপালের দফতরের সঙ্গে বিধানসভার যোগাযোগ বাড়ানো উচিত।’’ অভিযোগ করেছেন, ‘‘রাজ্যপালের বার্তা বিধানসভার সদস্যদের জানতে দেওয়া হচ্ছে না। আগে দুবার ব্ল্যাক আউট করা হয়েছে।’’
একই সঙ্গে টেনে এনেছেন কর্ম সংস্থানের প্রসঙ্গও৷ কয়লাখনিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় রাজ্যের তীব্র সমালোচনা করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘সরকারের যথেষ্ট নজরদারি রয়েছে। প্রতিটা ট্রাকে কত টাকা নিতে হবে সব নজরদারি আছে। সেই নজরদারির জন্যই এই ধরনের ঘটনা ঘটে। মানুষের হাতে কাজ নেই। কর্মসংস্থানের অভাব থাকলে মানুষ এরকম কাজ করতে বাধ্য হয়। তারই জেরে এমন প্রাণহানির ঘটনা ঘটে৷’’
আরও পড়ুন: ভয় পেয়েই কি আচমকা চুপ বিদ্রোহী সাংসদ শান্তনু, বাড়ছে জল্পনা