কলকাতা: ১২৪তম জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠল নেতাজির কর্মস্থল কলকাতা পুরসভা। সেই সঙ্গে নেতাজিকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রের আজ শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের মাঝেই সাজানো হয় নেতাজির ঘর। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন এই ঘরেই বসতেন তিনি।
কলকাতা পুরসভার উদ্যোগে ২৩ জানুয়ারি উপলক্ষ্যে দেখান হয় সুভাষচন্দ্র বসুর উপর নির্মিত তথ্যচিত্র। মেয়র সুভাষচন্দ্র থেকে রাষ্ট্রনায়ক নেতাজি হয়ে হওয়ার ইতিহাসকেই মনে করিয়ে দেয় এই তথ্যচিত্র।
কলকাতা পুরসভার পক্ষ থেকে নেতাজিকে শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। এর সুবাদেই নতুনভাবে দেখা গেল নেতাজির কর্মস্থল। মেয়র পদে থাকাকালীন তিনি যে পথ ধরে তাঁর কর্মগৃহে প্রবেশ করতেন সেখানেই টাঙানো ছবিকে নতুনভাবে সাজানো হয়।
সিঁড়ি দিয়ে উঠতেই উজ্জ্বলমান সাদা ধুতি পাঞ্জাবিতে দাঁড়িয়ে আছেন সুভাষচন্দ্র৷ ছবির দিকে তাকালেই যেন ইতিহাসের স্মৃতিচারণ হয়ে যায়। তবে স্বাধীনতা সংগ্রামী নয়, একজন সাধারণ বাঙালিবাবুকেই খুঁজে পাওয়া যায় এই ছবিতে।
ছাত্রজীবন থেকেই তাঁর মধ্যে দেশপ্রেমিক স্বত্ত্বার জন্ম নেয়। স্কটিশচার্চ কলেজ থেকে দর্শনে বি.এ পাশ করার পর উচ্চশিক্ষার জন্য তিনি কেমব্রিজ যান। দেশে ফিরেই তিনি যুক্ত হন রাজনৈতিক কর্মের সঙ্গে। দেশবন্ধু চিত্তরঞ্জনকেই তিনি রাজনৈতিক গুরু হিসেবে মানতেন। এই রাজনীতির পথ ধরেই দেশনায়ক হওয়ার ইতিহাসই ফুটে উঠেছে তথ্যচিত্রে৷ তথ্যচিত্রটি দেখান হয়েছে স্কুলপড়ুয়াদেরও।