উদ্ধার চন্দ্রবোড়া, চাঞ্চল্য নিউটাউনে

0
42

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উদ্ধার হল একটি চন্দ্রবোড়া (Snake)৷ চাঞ্চল্য ছড়াল কলকাতার রাজারহাটে৷ বন দফতরের কর্মীরা ও রাজারহাট থানার পুলিশ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ খবর পেয়ে অনেকে আবার চন্দ্রবোড়াটি দেখতে হাজির হয়ে যায়৷

জানা গিয়েছে, বুধবার নিউটাউনের বাসিন্দা মহম্মদ মোল্লা নামে এক ব্যক্তির রান্না ঘরে চন্দ্রবোড়া দেখেতে পায়৷ আতঙ্কিত হয়ে পড়েনি তিনি ও তাঁর পরিবার৷ স্থানীয়দের চেষ্টায় একটি পায়রার খাঁচার মধ্যে ধরা পড়ে চন্দ্রবোড়াটি৷ খবর দেওয়া হয় রাজারহাট থানায়৷

- Advertisement -

ঘটনাস্থলে পুলিশ আসে৷ খবর দেওয়া হয় বনদফতরে৷ কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ স্থানীয় সূত্রে খবর, রাজারহাটের লাউহাটি ৯১ নম্বর বাস স্ট্যান্ডের পাশের একটি পাড়াতে ওই বিশালাকার সাপটি ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।

প্রথমে এটিকে পাইথন বা ময়াল সাপ ভেবে ভুল করেন স্থানীয়রা। পরে সাপটি মহম্মদ মোল্লার রান্না ঘরে ঢুকে নিজে থেকেই একটি পায়রার খালি খাঁচায় আটকে পড়ে। এরপর রাজারহাট থানায় খবর দেয় স্থানীয়রা। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

চন্দ্রবোড়া ভারত বর্ষের বিষধর সাপগুলির মধ্যে অন্যতম। এই ঘটনায় কেউ ওই বিষধর সাপের শিকার না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনদফতরের কর্তারা। চন্দ্রবোড়া ভাইপারিডি পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।