কলকাতা: আরজিকরের ঘটনা নিয়ে রীতিমতো জ্বলছে বাংলা সহ সারা দেশ। আন্তর্জাতিক স্তরেও দেখা গিয়েছে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ন্যায়বিচারের দাবি জানিয়ে পথে নেমেছেন বিপুল সংখ্যক মানুষ। এবার পশ্চিমবঙ্গের শিশু অধিকার নিয়ে কর্মরত আধিকারিকদের সামনে এসেছে ধর্ষণের হুমকির অভিযোগ। এবার তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ১১ বছরের মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ সামনে এসেছে।
শিশু অধিকার সুরক্ষা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে একটি সোশ্যাল মিডিয়ার ভিডিওর ভিত্তিতে। জানা গিয়েছে, এই ভিডিওটি ৯ অগস্ট কলকাতার আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ মিছিল থেকে নেওয়া। প্যানেল থেকে জানানো হয়েছে, ওই মিছিলের মধ্যেই একজন ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, যে এই কাজ করতে পারবে তাঁকে ১০ কোটি টাকা দেবেন বলেও শোনা গিয়েছে।
কমিশন এক বিবৃতিতে বলেছে, “দুর্বৃত্তের এই ধরনের নোংরা অভিপ্রায় এবং জনসমক্ষে তার অশালীন মন্তব্য একটি নাবালিকা মেয়ের শালীনতাকে ক্ষুব্ধ করার এবং তার নিরাপত্তাকেও বিপন্ন করার সমান।” এই ঘটনার ভিত্তিতে পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের অধীনে ব্যবস্থা নেবে।