কলকাতাঃ শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিলের কারণে কিছুদিন আগেই হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। শিয়ালদহ ছেড়ে বাস কিংবা অন্য রুটে যাতায়াতের পথে হেঁটেছে নিত্যযাত্রীরা। এরপরে কিছুটা স্বস্তি এলেও ফের ট্রেন বাতিল করার কথা জানানো হয় রেলের তরফ থেকে। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ট্রেন বাতিল করা হচ্ছে না। শিয়ালদহ শাখার দমদম জংশন-বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক রাখার কথা জানানো হয়েছিল। সেই কারণেই আপ-ডাউন মিলিয়ে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল।
শনিবার বনগাঁও-শিয়ালদহ, হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বাতিল হওয়ার কথা ছিল। এছাড়া রবিবার হাসনাবাদ-শিয়ালদহ, বনগাঁও-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁও-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদহ, বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসাত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বারাসত-বনগাঁও, বারাসত-শিয়ালদহ ও বারাসত-দত্তপুকুর লোকাল বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু পরে রেলের ঘোষণা অনুযায়ী আপাতত কোনও ট্রেনই বাতিল হচ্ছে না।
প্রসঙ্গত, শিয়ালদহ ডিভিশনে আপাতত ট্রেন বাতিল হচ্ছে না। কিন্তু শিয়ালদহ ডিভিশনে ভোগান্তি না হলেও ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত খড়গপুর শাখায় বাতিল থাকছে ২০২টি লোকাল ট্রেন। কাজ চলবে আন্দুল স্টেশনে। সে কারণে ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেনও। ইতিমধ্যেই এ ব্যাপারে বিবৃতি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে রেল।