কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ মধ্যরাতে ‘পথের দখল’-এ নামবে রাজ্যের মহিলারা। কোনও রাজনীতির রঙ না লাগিয়ে সকলকে পথে নামার আহ্বান জানানো হয়েছে। এই প্রতিবাদে সামিল হওয়ার কথা জানালেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি প্রতিবাদে সামিল হওয়ার কথা জানিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ , “আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।” যেখানে কুণাল ঘোষের মত তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘…রাত জমায়েতের নাটক দরকার নেই।’ সেখানে অন্য এক তৃণমূল নেতা মহিলাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি আজ রাতে ১১.৫৫ মিনিটে রাজপথে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে সামিল হবে ন বলেই উল্লেখ করেছেন। তবে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সুখেন্দুর এই ভূমিকাকে কটাক্ষ করেছেন । তিনি লিখেছেন, ‘এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো স্ট্র্যাটেজি।’
Tomorrow I am going to join the protesters particularly because I’ve a daughter and little granddaughter like millions of Bengali families. We must rise to the occasion. Enough of cruelty against women. Let’s resist together. Come what may.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 13, 2024
৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ বুধবার মধ্যরাতে পতাকাবিহীন ভাবে রাজ্যের হাজার-হাজার মহিলা আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সামিল হবেন বলে ঠিক করেছেন। শুধু কলকাতার রাজপথ নয় জেলা জুড়েই আয়োজন করা হয়েছে এই কর্মসূচীর। প্রথমে খাস কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিটে এই কর্মসূচীর কথা বলা হলেও পরে তা জেলাজুড়ে ছড়িয়ে পরে।