কলকাতা: আরজিকরের ঘটনা নিয়ে তদন্ত এগোতে তৎপর সিবিআই। এর মধ্যেই চতুর্থবার সন্দীপ ঘোষ হাজির হয়েছেন সিবিআই দফতরে। সিবিআই আধিকারিকরাও নেমে পরেছেন ময়দানে। একদল সিবিআই আধিকারিক পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে, আর একদল পৌঁছেছেন লালবাজারে। জানা যাচ্ছে, আর এবার অভিযুক্তের মুখ থেকে সত্য তথ্য সামনে আনতে পলিগ্রাফ টেস্ট(Polygraph Test) করতে চলেছে সিবিআই।
কেন্দ্রীয় এই সংস্থা ইতিমধ্যেই জেরা করেছে, আরজিকর হাসপাতালে আধুনিক যন্ত্র ব্যবহার করে থ্রিডি ম্যাপিং করেছে, সূক্ষতর প্রমাণও যাতে চোখ না এড়ায় তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। সোমবার সিবিআই-কে পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল শিয়ালদহ কোর্ট। বগটুই মামলার পর এবার আরও একটি মামলায় এই বিশেষ পরীক্ষা করা হবে।
তবে কবে সেই টেস্ট হবে, তা এখনও জানা যায়নি। তবে এদিন আদালতে তদন্তের অগ্রগতির বিষয়ে তথ্য তুলে ধরেছে সিবিআই। এটি মূলত একটি মানসিক পরীক্ষা। হার্ট রেট, রক্তচাপ পরীক্ষার মাধ্যমে অভিযুক্ত সত্যি বলছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযুক্তকে এই পরীক্ষায় মত দিতে হয়। অভিযুক্ত মত দিলে তদন্তকারী সংস্থা আদালতকে জানাবে। আদালত অনুমতি দিলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে পলিগ্রাফি টেস্ট। অভিযুক্তর সামনে টেস্ট করার আগে সমস্ত আইনগত দিক ব্যাখ্যা করা হবে।
উল্লেখ্য, তবে বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে অভিযুক্ত যদি মানসিকভাবে শক্তিশালী হন, তাহলে টেস্টে মিথ্যাটা ধরা পড়ে না। পলিগ্রাফ টেস্ট যে তদন্তে একেবারে শেষ কথা, এমন প্রমাণও নেই। এই পরীক্ষার রিপোর্ট আদালতে প্রমাণ হিসেবে গণ্য করা হয় না।