কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করলেন মঙ্গলবার। দমদম মাঠকলের এই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান সমস্ত সরকারি স্কুলে অভিন্ন পোশাক নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। সাহায্যপ্রাপ্ত স্কুলেও একই পোশাকের ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।
কোনো পড়ুয়ার পোশাক নিয়ে কোনো সমস্যা যাতে না থাকে সেই জন্যই এই ব্যবস্থার কথা মাথায় রেখেছে শিক্ষামন্ত্রী। কোনো স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে এই ব্যবস্থা করা হবে কিনা জানা যায় নি, তবে তাতে পার্থবাবুর কোনো অসুবিধা নেই বলেই জানা গেছে।
সরকারি স্কুলে পড়ুয়াদের সংখ্যা হ্রাস নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন পরিকাঠামোকে আরো আকর্ষণীয় বানানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। অনেকেই সরকারি স্কুল নয় বরং পছন্দ করছে ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেই। ১০০টি ইংরেজি মাধ্যমে সরকারি স্কুল চালু করা হচ্ছে। ইংরেজি মাধ্যমের আদল যেন ইংরেজি মধ্যমের মতোই হয় তার দিকে নজর দিচ্ছেন তিনি।