
কলকাতা: সল্টলেক৷ বাংলা তর্জমা করলে দাঁড়ায় লবণ হ্রদ৷ নামের সঙ্গে সাযুজ্য রেখে একসময়ের হ্রদ এখন খালে পরিণত৷ শনিবারের সকালে সেই খালের জলেই দেহ ভাসতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ মৃত ব্যক্তির পরিচয় কি? কারা খুন করল? নাকি অন্য কোথাও খুন করে সল্টলেকে ফেলে গিয়েছে? হাজারও প্রশ্ন সামনে আসছে৷
খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল বিধাননগরের পুলিশ৷ কিন্তু বডির মালিকানা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি৷ খালের যে অংশে দেহটি পড়ে রয়েছে সেটি সল্টলেক নয়, ফুলবাগান থানার অন্তর্গত বলেই একাংশের অভিমত৷ ফলে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট থানাকেও৷ ঘটনাস্থল, বিধান নগর পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ছয়নাভি এলাকা৷ সাত সকালে খালের পাড়ে মুখ ধুতে গিয়ে বাসিন্দাদের চোখে পড়ে খালে কার যেন পচা গলা দেহ ভাসছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যেখানে দেহটি পড়েছিল, সেই এলাকাটি কোন থানা এলাকার তা নিয়ে পুলিশের অন্দরেই বিভ্রান্তি তৈরি হয়৷ ফলে ডাকা হয় ফুলবাগান থানাকেও৷
পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ বছর৷ নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুন করে কেউ ফেলে গেছে নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে তাও৷
আরও পড়ুন: Cyber Crime : সাইবার প্রতারণার খপ্পরে এবার স্বয়ং বিচারপতি