নয়াদিল্লি: আরজিকরের (RG Kar Hospital) ঘটনা নিয়ে উত্তাল দেশ। কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ পড়েছে দেশের বাইরেও। নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে ভারতের বাইরেও হয়েছে জমায়েত। সকলের একটাই দাবি, “We Want Justice”। আজ শনিবার ভারত জুড়ে চিকিৎসক সংগঠন আইএএম কর্মবিরতির ডাক দিয়েছে । এর মধ্যেই এবার পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আরজিকরের ঘটনা নিয়ে জারি করল লিখিত বিবৃতি। ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে হস্তক্ষেপের দাবি জানিয়েছে পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
এটাই প্রথম নয় যে পাকিস্তান আরজিকরের ঘটনা নিয়ে মুখ খুলল। এর আগে পাকিস্তান এবং ব্রিটেনের সর্বাধিক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত হয়েছে আরজিকরের ঘটনা। পাকিস্তানে সবথেকে জনপ্রিয় পত্রিকা ‘ডন’(Dawn)-এ আগেই উল্লেখ করা হয়েছে এই ঘটনার কথা। ওই সংবাদের শিরোনাম লেখা হয়েছিল , ‘কলকাতায় সহকর্মীকে ধর্ষণ ও খুনের পর ধর্মঘট ভারতীয় চিকিৎসকদের’ (Indian medics go on strike after rape and murder of colleague in Kolkata)।” অন্যদিকে ‘দ্য গার্ডিয়ান’-এ আরজিকরে ঘটনার উল্লেখ করে শিরোনামে লেখা হয় , ‘ভারতে চিকিৎসকদের কর্মবিরতি এবং হাসপাতালে ট্রেনি পড়ুয়ার খুন’ (Doctors strike in India after rape and murder of trainee medic at hospital)। তার পর এবার ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে হস্তক্ষেপের দাবি জানিয়েছে পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শনিবার সকালে নয়াদিল্লিতে পৌঁছেছে সেই বিবৃতি। প্রতিবেশি দেশের এই মন্তব্য যে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
আরজিকরের ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। মামলা গিয়েছে সিবিআই-এর হাতে। উত্তাল রাজ্য সহ দেশ। চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। শুধু চিকিৎসক নয় ন্যায্য বিচারের দাবিতে সরব থেকে আম জনতাও। বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে। সিবিআই জিজ্ঞাসাবাদ করছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সব মিলিয়ে যত সমস্য যাচ্ছে ততই উত্তাপ বাড়ছে আরজিকরের ঘটনা নিয়ে।