পলাশ নস্কর, রাজারহাট: বেঙ্গল স্পেশাল টাক্স ফোর্সের কর্তব্যরত এসটিএফ-এর ওসিকে মারধরের অভিযোগ৷ ঘটনায় এক যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ৷ রাজারহাট বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ ধৃত যুবকের নাম জয়রাম সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাজারহাট বাজারে জয়রাম সরকার ওই অফিসারের বাড়ির সামনে বাইকটি রাখা ছিল। সেই সময় কর্তব্যরত অফিসার রাস্তার উপর থেকে বাইকটি সরাতে বললে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে৷ অভিযোগ, এরপরই ওই অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে জয়রাম নামে ওই যুবক৷ আচমকাই কিল ঘুসি মারতে থাকে ওই যুবক।
ঘটনায় গুরুতর জখম পুলিশ অফিসারের চিকিৎসা চলছে। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয় জয়রাম সরকারের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
মঙ্গলবার ধৃত যুবককে বারাসাত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷