কলকাতা: ১৫ অগস্ট স্বাধীনতা দিবস ছুটির দিন৷ এদিন ঘুরতে যাওয়া বা পুজোর কেনাকাটার ঢল নামে রাজপথে৷ কলকাতায় সব থেকে আরামদায়ক পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো৷ আর এই দিনই মেট্রো পরিষেবায় বদল৷ ওই দিন মেট্রো চললেও সংখ্যা থাকবে অনেক কম৷
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত এই রুটে মোট ২৮৮টি মেট্রো চালানো হয়৷ কিন্তু এই দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত মোট ১৮৮টি মেট্রো চালানো হবে৷ এক-একটি দিকে ৯৪ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সাধারণ দিন ১০:৪০ মিনিটে শেষ মেট্রো চলে৷ তবে বৃহস্পতিবার দিন সকাল ৬:৫০-এর দিকে গড়িয়া ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে৷ শেষ মেট্রো চলবে রাত ৯:৪০ মিনিটে৷ সেই সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও কম থাকবে সেই দিন৷
সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত অন্যদিন ১০৬টি মেট্রো চলাচল করে৷ কিন্তু ১৫ অগস্টে ৯০ টা মেট্রো চলাচল করবে৷ হাওড়া ময়দান থেকে-এসপ্ল্যানেডেও কম চলবে মেট্রো৷ এই রুটে অন্যান্যদিন ১৩০টি মেট্রো যাতায়াত করে৷ ওইদিন মাত্র ৯০টা মেট্রো চালানো হবে বলে জানানো গিয়েছে৷