কলকাতা: মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার সিবিআই নিয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী দল গতকাল রাতেই টালা থানা থেকে সমস্ত কেস ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নিয়ে এসেছে। এর পাশাপাশি এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে(Sandeep Ghosh) লম্বা ছুটি নিতে আদেশ দিয়েছে। এরপরেই ১৫ দিনের ছুটি আবেদন করেন সন্দীপ ঘোষ। বুধবার জানা যাচ্ছে, ১৫ নয় ২১ দিনের ছুটির আবেদন করেছেন সন্দীপ ঘোষ।
ইতিমধ্যেই আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছে মানবাধিকার কমিশন। কমিশনের সঙ্গে বিভাগীয় প্রধান,নার্সিং সুপার-সহ অন্য চিকিৎসক কর্মীরাও কথা বলেছেন বলে জানা গিয়েছে। ঘটনার দিন কারা ডিউটিতে ছিলেন? কে কী করছিলেন সেই সংক্রান্ত নথি তলব করেছেন মানবাধিকার কমিশনের সদস্যরা।
অন্যদিকে, মঙ্গলবার সিবিআই এই মামলা নিয়ে নেওয়ার পরেই তদন্তকারী দল তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। বুধবার সকালে দিল্লি থেকে এল সিবিআই-র টিম। জানা গিয়েছে, তাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। আবার এদিন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি বৈঠক করেন সিজিও কমপ্লেক্সে। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ। মহিলা চিকিৎসককে কতদিন টার্গেট করেছিল অভিযুক্ত? এই ধরনের নানা প্রশ্ন সামনে আসছে।