বৈশালি চট্টোপাধ্যায়, কলকাতা: নাট্যমঞ্চ থেকে বইয়ের পাতা৷ উপন্যাস অথবা গান৷ সমস্ত শিল্পই বারবার প্রতিবাদের ভাষা হয়ে উঠে এসেছে। শিল্প শুধুমাত্রই যে শিল্প তা নয়, কেউ কেউ শিল্পকেই অস্ত্র বানিয়ে শান দিয়েছে সমাজের অব্যবস্থাকে সঠিক পথে আনার জন্য। যেমন মালালা ইউসুফজাই লেখাকেই তাঁর প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নেন। এমন অনেক শিল্পী তাঁদের কাজের মাধ্যমে প্রতিবাদের সুর তুলেছেন। ৪৪তম কলকাতা বইমেলাতেও শিল্পকেই বেছে নিয়ে ভায়োলিনে প্রতিবাদের সুর তুললেন প্রিয়াংশু কৌশিক।
মালদা থেকে ভায়োলিন প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী প্রিয়াংশু। তাঁর শিল্পকেই বইমেলার মাঠে তুলে ধরলেন। সাদা বড় ব্যানারে মোটা হরফে লেখা ‘নো এনআরসি, তোলো আওয়াজ’ তার সামনেই দাঁড়িয়ে এক মনে বাজিয়ে যাচ্ছেন ভায়োলিন। মেলার মাঠেই তিনি স্ট্রিট প্লে করে জমায়েত করে ফেলেছেন বেশ কিছু লোকজন, সামনে রাখা সমাজসেবী সংস্থার সেবার জন্য দান বাক্স। তার সঙ্গে কথা বলে জানা গেছে, এমএ পাশ করেছেন সদ্য, মূলত এই শিল্প নিয়েই তিনি নানান প্রোগ্রাম করে থাকেন, বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা। পরিচিত এক দাদার অনুপ্রেরণাতেই বইমেলার মাঠে তিনি ভায়োলিন হাতে নেমে পড়েন।
অন্য কোনও পোস্টারের নিচে দাঁড়ানোর সুযোগ আপাতত হচ্ছে না বোলেই টিনই এই পোস্টারকে তাঁর শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে বেছে নেন প্রিয়াংশু। যদিও তিনি জোর দিয়ে বলেন, পোস্টার নিয়ে প্রশ্ন উঠলে ‘আমার আপত্তি কিছু নেই দাঁড়াতে’। মালদার বইমেলায় সম্প্রতি তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেই ৭-৮ দিন একটি সমাজসেবী সংস্থার কাজে তিনি যুক্ত ছিলেন, তাঁর জন্যই অর্থ সাহায্য করতে বইমেলার মাঠে সুর তুললেন শিল্পী। তিনি জানান, ‘শিল্পীরা সবসময়ই আনন্দ খোঁজেন, আর যদি এই স্ট্রিট প্লের মাধ্যমে সেটা করা যায় তবে সেটা তো ভালোই। মঞ্চে ভালো বাজালে কোথাও না কোথাও হাততালিটা মারতেই হবে এরকম মানসিকতা থেকে যায় কিন্তু এক্ষেত্রে সমস্তটাই বাস্তব’।