পলাশ নস্কর, দমদম: পুলিশি জুলুমের কারণে অটো চালানো দায় হয়ে উঠেছে৷ তাই এর প্রতিবাদে প্রায় চারশোটি অটো বন্ধ রাখল চালকেরা৷ নাগেরবাজার থেকে দমদম জংশন রুটের অটো চালকেরা বুধবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়৷ এই পরিস্থিতিতে বেজায় বিপাকে পড়ে যায় যাত্রীরা৷
অটো চালকদের অভিযোগ, পুলিশ যেখানে সেখানে অটোর চাকায় কাটা লাগিয়ে দিচ্ছে৷ শুধু তাই নয়, এমনকি যেখানে সেখানে যাত্রী নামালে কেস দিয়ে দিচ্ছে পুলিশ৷ এই সব অভিযোগের ভিত্তিতে চালকেরা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়ে বুধবার অটো চালানো বন্ধের সিদ্ধান্ত নেয়৷
চালকদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ৷ এই পরিস্থিতিতে অটো চালকদের দাবি, পুলিশি জুলুমবাজি বন্ধ করতে হবে৷ তাদের ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসতে হবে৷ সেখানে স্থায়ী সমাধান হতে হবে। তারপরেই এই অটো পরিষেবা চালু করবে তাঁরা। অটো না চললে নাগের বাজার থেকে দমদম স্টেশন যাওয়ার মতো ব্যস্ত রুটে যাত্রীদের সমস্যা পড়তে হবে।