খাসখবর ডেস্ক: টালা থানার (TALA POLICE STATION) অসুস্থ ওসিকে দেখতে এবার অভিনব উদ্যোগ। হাসপাতালে চিকিৎসারত ওসিকে দেখতে মিছিলের ডাক দেওয়া হল। শনিবার বিকেলে এক্সাইড মোড়ে জমায়েতের ডাক। প্রথমে গোলপার্ককে জমায়েতের নির্ধারিত স্থান ঠিক করা হলেও পরে স্থান পরিবর্তন করা হয়। তবে এক্ষেত্রেও রাজনীতির রঙ গায়ে লাগেনি। অর্থাৎ নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন উদ্যোগ? জানা গিয়েছে মিছিলের প্রচারে সমাজমাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘‘সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনে টালা থানার ওসি নাকি অসুস্থ? চলুন, দেখা করে আসি (অ)সুস্থ ওসির সাথে।“
আরও পড়ুন: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
সম্প্রতি শোনা যায় বিভিন্ন হাসপাতাল ঘুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন টালা থানার ওসি (TALA POLICE STATION)। তাঁকে ৬ টি হাসপাতাল থেকে সুস্থ ঘোষণা করার পর শেষমেষ তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন। বর্তমানে সেখান থেকে সরে ভবানীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আর জি কর কাণ্ড সামনে আসার পর থেকেই প্রশ্নে টালা থানার ভূমিকা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা টালা থানার কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেক প্রশ্নও তুলেছেন।
আরও পড়ুন: যানবাহনের মাধ্যমে শব্দ ও বায়ুদূষণে বিশ্বজুড়ে বাড়ছে বন্ধ্যাত্ব, জানাল আন্তর্জাতিক স্টাডি রিপোর্ট
টালা থানার ওসিকে দেখতে (TALA POLICE STATION)যাদবপুর ও সংলগ্ন এলাকা থেকে মিছিলে জমায়েত হবেন মানুষজন। সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। শনি ও রবিবার কলকাতা-সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে অজস্র কর্মসূচি রয়েছে আরজি কর-কাণ্ড (R G KAR) নিয়ে। মূলত পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আর জি কর নিয়ে প্রতিনিয়ত আন্দোলনের সুর চড়া হচ্ছে। আন্দোলনের ঢেউ উত্তরোত্তর বাড়ছে। আট থেকে আশি মিছিল, প্রতিবাদ, বিক্ষোভে মানুষ সামিল হচ্ছেন স্বত:স্ফূর্তভাবে।