কলকাতা: স্কুলে যেতে গিয়ে আচমকাই মৃত্যু এক পড়ুয়ার। ঘটনার পর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই রকম এক ঘটনায় শোকস্তব্ধ শিশুর পরিবার সহ প্রতিবেশীরা।
সূত্রের খবর, কলকাতার (Kolkata) এক বেসরকারি স্কুলে নার্সারিতে পড়ত বছর ৪-এর এক শিশু। প্রতিদিনের মতো শুক্রবারও সকালে স্কুলে যাওয়ার জন্য পুলকারে করে রওনা দিয়েছিলেন শিশুটি। পুলকার থেকে নামতে হঠাৎই বমি শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজে। সেখানের কর্তৃব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই খবর দেওয়া হয় তালতলা থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম তনুষ রায়, বাড়ি কেষ্টপুরে (Kestopur)। গত বৃহস্পতিবার রাত থেকেই শিশুটির শরীর অসুস্থ ছিল। তবে কীভাবে হঠাৎ এই ঘটনা ঘটল তা বুঝতে পারছে না কেউই।
আচমকা এই রকম একটি ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। তবে এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে শিশুটির মৃত্যুর কারণ। পুলকার চালক এবং বাকি শিশুদের সঙ্গেও কথা বলবে বলেই জানিয়েছে পুলিশ।