কলকাতা: নেতাজি জন্মজয়ন্তী নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার বিধানসভায় নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা ঞ্জাপনের একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিধানসভার স্পিকার। সেই অনুষ্ঠান বয়কট করেন শুভেন্দু অধিকারী। এরপর নেতাজি মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন, “নেতাজির প্রতি শ্রদ্ধা কীভাবে জানাতে হয় তা মোদীজি দেখিয়ে দিয়েছেন। ” মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ” কেউ বেলা বারোটার সময় জন্মদিন পালন করেন না। দেরি করে ঘুম থেকে উঠলে এরকম হয়। প্রধানমন্ত্রী ভোর বেলা নেতাজির প্রতিকৃতিতে মালা দিয়েছেন। ”
এদিন তিনি আরও বলেন, “স্পিকার রেফারির ভূমিকা পালন করছেন না। মুকুল রায়কে ওরাই বললেন মানসিক ভারসাম্যহীন। ভারসাম্যহীন মানে কি পাগল? একটা পাগলকে সরকারি হিসাব দেখার দায়িত্ব দিয়েছে” এই কারণ দেখিয়েই তিনি এই অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানিয়েছেন।
রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “নেতাজিকে শ্রদ্ধা জানানোই মূল উদ্দেশ্য। যেহেতু তাঁর বিধানসভায় ছবি আছে। তাই এখানে শ্রদ্ধা জানালাম। সরকারি বেসরকারি অনুষ্ঠানের কি আছে! সরকারি দল অনুষ্ঠান করলে সেটা সরকারি এবং বিরোধী দল করলে সেটা বেসরকারি এটা কি ব্যাপার?”
উল্লেখ্য, আজ ২৩ শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। রাজ্য সরকারের তরফে রাজ্য জুড়েই নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১ টা থেকেই রেড রোডে অনুষ্ঠান শুরু হয়েছে। বেলা ১২ টায় মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যোগ দেন।
অন্যদিকে, আজ সকালেই বিজেপির সদর কার্যালয় মুরলী সেন স্ট্রিটে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।