খাসডেস্ক: গ্রেফতারির ২৩ মাস পর গত সপ্তাহে জামিনে মুক্তি পেয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (MANIK BHATTACHARYA)। এবার বিধানসভার কর্মকাণ্ডে অংশ নেওয়ার অনুমতি পেলেন পলাশিপাড়ার বিধায়ক। গত মঙ্গলবার অর্থাৎ জামিন পাওয়ার ৪ দিন পর বিধানসভায় গিয়েছিলেন মানিক। জানা গিয়েছে ওইদিনই তিনি জামিনের যাবতীয় নথি বিধানসভার সচিবালয়ে জমা দিয়েছেন।
আরও পড়ুন : পাথরের বদলে পেন ও বই হাতে, কাশ্মীরে ভোট বাড়তেই কী বললেন মোদী
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ১১ ই অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তিনি। বিধায়ক হওয়ার পাশাপাশি বিধানসভার উচ্চশিক্ষা ও আরও একটি কমিটির সদস্য ছিলেন। আগামী সপ্তাহ থেকেই সেই সব কমিটির বৈঠকে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার মূলত ৪ টি শর্তে জামিন মেলে।
আরও পড়ুন : আরজি করের ঘটনায় অন্য মোড়, হাউজস্টাফ সম্পর্কে জানতে হোটেল কর্মীকে তলব করল সিবিআই
বিচারপতি শুভ্রা ঘোষ চারটি শর্ত বেঁধে দেন পলাশিপাড়ার বিধায়ককে। প্রথমত-তদন্তকারী অফিসারদের কাছে মোবাইল নম্বর জমা রাখতে হবে। দ্বিতীয়ত- নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। তৃতীয়ত- কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। চতুর্থত- কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। জানা গিয়েছে মঙ্গলবার বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি (MANIK BHATTACHARYA)। দু’জনের মধ্যে দীর্ঘ ক্ষণ কথা হয়।