কলকাতা: মন্ত্রিসভায় রদবদল৷ লোকসভা নির্বাচনের পর থেকেই ইঙ্গিত মিলেছিল৷ বুধবার সেই তালিকাই প্রকাশ হল৷ কয়েকদিন ধরে রাজভবনে এই রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল৷ অবশেষে রদবদলের ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তবে এখনও বেশ কিছু দফতর ফাঁকা রয়ে গেল৷
নির্দেশিকা অনুযায়ী, সেচ দফতরের নতুন মন্ত্রী হলেন মানস ভুঁইয়া। জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন তিনি। সেই সঙ্গে এবার থেকে সেচ ও জলপথ পরিবহন দফতরের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। দফতর বদল হল গুলাম রব্বানীর। তিনি পরিবেশ দফতরে ছিলেন, রদবদলে এবার অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব পেলেন তিনি৷
গুরুত্ব বাড়ল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যে। বর্তমানে স্বাস্থ্য দফতর ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী তিনি। এছাড়া পুর ও নগরোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি। এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন। পরিবেশ দফতরের নতুন মন্ত্রী হলেন চন্দ্রিমা। বাবুল সুপ্রিয়র দায়িত্বও আরও বাড়ানো হয়েছে। তৃণমূলের বিধায়ক হওয়ার পর তথ্যপ্রযুক্তি দফতর দেওয়া হয়েছিল তাঁকে। এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন শিল্প পুনর্গঠন দফতরে।
সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই। তবে, নতুন নির্দেশিকায় কারামন্ত্রীর দায়িত্ব কাউকে এখনও দেওয়া হয়নি। সূত্রের খবর, আপাতত কারা দফতর নিজের কাছেই রাখছেন মুখ্যমন্ত্রী। কিছুদিনের মধ্যেই নতুন মন্ত্রীর নাম ঘোষণা করবে নবান্ন।