খাস ডেস্ক: বাংলা অ্যাকাডেমি থেকে বিশেষ সম্মান পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্য জগতে তাঁর অসামান্য অবদানের জন্যই এই পুরস্কার তাঁকে দেওয়া হয়েছে। বিচারকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকেও নিজে হাতে পুরষ্কার গ্রহণ করেননি তিনি।
আরও পড়ুন: শপথ জট অব্যাহত, এরই মধ্যে সিবিআইয়ের নজরে বাবুলের প্রাক্তন আপ্ত সহায়ক
এই বছর থেকেই বাংলা অ্যাকাডেমি বিশেষ পুরষ্কার দেওয়া হবে। সাহিত্য জগতে উল্লেখযোগ্য অবদান আছে যাঁদের, তাঁদের হাতেই এই পুরষ্কার তুলে দেওয়া হবে। প্রতি তিন বছর অন্তর এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। এ বছর বিচারকের দায়িত্বে থাকা সাহিত্যিকদের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য সম্মান দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের মণ্ডপে কনের মাথায় সিঁদুর, বরের সামনে থেকেই ‘দুলহানিয়া’ নিয়ে গেলেন প্রেমিক
প্রসঙ্গত, সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রাজ্য সরকারের তরফে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুথানে সশরীরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার তাঁকে দেওয়ার জন্য ব্রাত্য বসু ঘোষণা শুরু করতে গেলে তাঁকে থামিয়ে দেওয়া হয়। এরপরই জানা যায়, তৃণমূল সুপ্রিমোর হয়ে এই বাংলা অ্যাকাডেমির প্রথম পুরষ্কার গ্রহণ করবেন খোদ শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে ‘নোবেল চুরি’ প্রসঙ্গ তুলে সিবিআইকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর কথায় ফুটে ওঠে আক্ষেপের সুর।