কলকাতা: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিরাপত্তারক্ষীকে৷ এরপরই ক্ষোভে ফুঁসছে চিকিৎসক থেকে নার্সরা৷ এই ঘটনার জেরে জরুরি পরিষেবা চালু রেখে কর্মবিরতির ডাক একের পর এক হাসপাতালে৷ চলছে তদন্ত৷ একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে কলকাতা পুলিশ। এবার আরজিকর কাণ্ডে(R.G Kar Hospital) নির্যাতিতার বাড়িতে হাজির হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিহত মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছন তিনি। এর আগেও ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা জানান, আরজিকরের এই ঘটনায় ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পূর্বেই এক সংবাদমাধ্যমকে মমতা জানান, “ফাঁসির পক্ষে আমি নই। তবে কোনও কোনও ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার, যাতে আর কেউ করার সাহস না পায়।”
এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মমতা বলেন, “আমি নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে, দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপ্রিট এটা করেছে, তার কোনও ক্ষমা নেই।” আগেই নির্যাতিতার অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছিলেন তিনি। তবে স্বয়ং মুখ্যমন্ত্রী এবার আরজিকরের নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন। আগামীতে এই তদন্ত কোন্দিকে গড়ায় তা নিয়েও চর্চা তুঙ্গে উঠেছে। নির্যাতিতার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকেও কোনো সাহায্যের হাত বাড়ানো হয় কিনা তার দিকেও নজর ওয়াকিবহাল মহলের।